কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে। কিন্তু এটা সম্পূর্ণ অবান্তর একটা দাবি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয়।’ আজ শনিবার কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘১৯৫৬ সালের সংবিধান রচনার সময় বঙ্গবন্ধু বাংলা ভাষা দাবি করেছেন। ১৯৬৬ সালের ৬ দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন ও ৭ই মার্চের ভাষণসহ যাবতীয় আন্দোলনে ছিলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। তখন জিয়াউর রহমান কোথায় ছিলো? তাই আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে পারি স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু; কখনোই জিয়াউর রহমান নয়।’
এর আগে, এ সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন। কবি নজরুল সরকারি কলেজ শাখা সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. খালেদা নাসরিন, বিশেষ অতিথি ছিলেন মহিউদ্দিন সরকার। এছাড়া কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বর্তমান ও সাবেক শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এ সম্মেলনে।
বিডি-প্রতিদিন/শফিক