অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় 'সম্প্রীতি সমাবেশ ও র্যালির' আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়(সিভাসু) শাখা।
দেশে সাম্প্রতিক সময়ে একটি মহল সাম্প্রদায়িক অস্থিতিশীল অবস্থা সৃষ্টির যে পায়তারা করছে তার প্রতিবাদ হিসেবেই এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান ছাত্রলীগ নেতারা।
রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধর্মালম্বী ছাত্রছাত্রীসহ সিভাসু ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল ১১ টার দিকে র্যালিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। পরে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভাসু শাখা ছাত্রলীগ নেতা ডা.পায়েল দত্ত, শান্ত শ্যামল দাস, বোরহান উদ্দিনসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন