ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাসে গত শনিবার ‘উচ্চ শিক্ষার মানোন্নয়ন, প্রতিবন্ধকতা ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বিশেষজ্ঞ ও আইইআর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ড. মো. সিদ্দিকুর রহমান।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুশফিক এম. চৌধুরী । অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করে যাচ্ছে। ইউজিসি কর্তৃক ‘উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্প’গ্রহণের পর এই তৎপরতা আরো বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই সেমিনানের আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা উচ্চ শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে গবেষণার গুণগত মানের উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। তাদের মতে গুণগত শিক্ষাদান নিশ্চিতকরণে প্রত্যেক শিক্ষককে আগে জেনে-শিখে তারপর শিক্ষার্থীদেরকে তা জানাতে হবে। শিক্ষাজীবন থেকে শুরু করে চাকরি জীবন পর্যন্ত শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধির গুরু দায়িত্ব শিক্ষকদেরকেই পালন করতে হয়। সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোর্শেদা চৌধুরী, ডিনসহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণ। এছাড়াও উত্তরা, পল্লবী ও মিরপুরে অবস্থিত বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানগণ এই সেমিনারে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/শফিক