শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হল আন্তবিশ্ববিদ্যালয় ব্যান্ড দলের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠান ‘ইন্টার ইউনিভার্সিটি আনপ্লাগড-২০১৯’। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গত ২৫ জুলাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ১০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
এর আগে, হুয়াওয়ে খেলাধুলার বিভিন্ন টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করলেও আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে এবারই প্রথম এ উদ্যোগ। আয়োজন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশ্ববাজারে উন্মোচন হওয়া ‘ওয়াই নাইন প্রাইম ২০১৯’ এর বিশেষ প্রদর্শন করা হয় পাশাপাশি ক্যামেরার জন্য সর্বাধিক সমাদৃত পি৩০ ফোনে ১০ হাজার টাকা ছাড় দেয়া হয়।'
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরিতে ২০১৩ সাল থেকে তারা এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/শফিক