নষ্ট মষ্কিস্কের কিছু লম্পট এক অসহায় নারীকে ধর্ষণ করে। বছরখানেক পরে সেই মহিলার গর্ভে জন্মানো ৭ বছরের মেয়ে ধর্ষণের শিকার হয় একই ধর্ষকদের দ্বারা। ফলে মেয়েটির শরীরে আসে জিনগত পরিবর্তন। সে হয়ে যায় ‘জম্বি, মানে ধর্ষণের বীজ পুষে রাখা সমাজের মানুষগুলোকে কামড় দিয়ে করে নেয় নিজের দলভুক্ত।
দেশব্যাপী ধর্ষণের ঘটনাগুলোর প্রতিবাদ জানাতে এমনই গল্প নিয়ে ‘মাইমোড্রামা’র আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার। ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের সহযোগিতায় আগামীকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হবে ব্যতিক্রমধর্মী এই আয়োজন। এতে অংশ নেবেন ৪০-৬০ জন মাইম শিল্পী।
এ উপলক্ষে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাইম অ্যাকশনের মডারেটর ড. ফাদার তপন ডি রোজারিও। আসিফ তালুকদার বলেন, আমাদের সমাজে ঘুরে বেড়ানো ধর্ষকেরাও কিন্তু মানুষ। কিন্তু তারা মনের মধ্যে এক ধরনের বিকৃত চিন্তা নিয়ে ঘোরে। মুখোশের আড়ালে তারা পশু রুপ নিয়ে বেঁচে থাকে। এ বিষয়টি রুপকভাবে তুলে আনতেই আমরা এই আয়োজন করেছি।
নাটকটির গল্প নির্মাণ এবং নির্দেশনায় আছেন মুকাভিনেতা মীর লোকমান। তিনি বলেন, আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাই, কখনও ধর্ষকদের শাস্তি হচ্ছে, আবার কখনও হচ্ছে না। এই নাটকের মাধ্যমে আমরা ধর্ষক এবং সম্ভব্য ধর্ষকদের এই বার্তা দিতে চাই যে, ‘এখনই সাবধান হয়ে যাও’। সংবাদ সম্মেলনে ডাকসুর সদস্য রফিকুল ইসলাম সবুজ, মাইম অ্যাকশনের সভাপতি লিজাইনুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক