চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত রাখতে মশা নিধন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই শিক্ষার্থীর মৃত্যুর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ডেঙ্গু নিধনের ওষধ দিয়েছে তারা।
সোমবার দুপুরের দিকে আমানত হল থেকে মশা নিধন অভিযান শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের আশপাশে মশা মারার ওষুধ দেন
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর নেতৃত্বে নেতা-কর্মীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, সাধারণ শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কাজ করবে। যেসব অভিযোগ-অসুবিধার কথা শিক্ষার্থীরা তুলে ধরবেন, আমরা সেগুলো সমাধানের চেষ্টা করে করে যাবো।
তিনি বলেন, বর্তমানে অন্যতম সমস্যা ঢাকাসহ সারা দেশে অসহনীয় মশার উপদ্রব। অনেকেই ডেঙ্গুতে আক্রান্তও হয়েছেন। আমাদের প্রথম পদক্ষেপ হিসেবে আমরা মশা নিধন কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের আরও যেসব অসুবিধা আছে সবগুলো সমাধানে আমরা কাজ করে যাব।
বিডি প্রতিদিন/হিমেল