কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বাংলা বিভাগের স্নাতক শেষ বর্ষের বিদায় অনুষ্ঠান ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। মঙ্গলবার কলেজ অডিটরিয়ামের এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর বিজয় কৃষ্ণ রায়। সভাপ্রধান ছিলেন বাংলা বিভাগের প্রধান প্রফেসর ফাতেমা সুলতানা।
অনুষ্ঠানে স্নাতক ৫২তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের স্মরণিকা ‘স্মৃতি সুধা’র মোড়ক উন্মোচন করা হয়। ‘স্মৃতি সুধা’র সম্পাদনা করেন বিদায়ী ছাত্র মো. আকিল ওয়াসিফ। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব