বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণসচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না, গুজবে বিভ্রান্ত হবেন না’-শ্লোগান নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ‘গণসচেতনতা সপ্তাহ-২০১৯’ এর অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে এই সিভার আয়োজন করা হত। সভায় প্রধান আলোচক ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর) মো. হাবিবুর রহমান।
সমাজে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে স্বোচ্চার হয়ে গুজব ও অপপ্রচার রোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এ বিষয়ে এগিয়ে আসতে হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ