বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গুজববিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হয়েছে।
বুধবার দুপরের দিকে নবগঠিত কমিটির সভাপতি রেজাউল হক রুবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুর আড়াইটার শাটল ট্রেনের বিভিন্ন বগিতে ঘুরে ঘুরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং গুজবের বিরুদ্ধে সোচ্চার ও দায়িত্ব সচেতন হওয়ার আহ্বান জানান।
লিফলেট বিতরণপূর্বক শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ গুজব ছড়ালে বা কোনও ধরনের অসঙ্গতি দেখা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ এবং প্রয়োজনে ছাত্রলীগ সভাপতি বা সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের সহযোগিতা নিবেন। ঘণ্টাব্যাপী চালানো এই প্রচারণায় সাধারণ শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে গুজবের বিরুদ্ধে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে তাদের সচেতন অবদান থাকবে বলে উপস্থিত ছাত্রলীগ নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
এই গুজববিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন সুমন, আব্দুল মালেক,বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সায়ন দাশ গুপ্ত, পিয়াস সরকার, সাঈদুল ইসলাম সাঈদ, মিঠুন পালিত, রাজু মুন্সী, সাইকুল ইসলাম, মেহেদী হাসান শাওনসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/কালাম