শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।
বৃহস্পতিবার রাত ১২টা ০১ মিনিটের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে শত শত নেতা-কর্মী মোমবাতি হাতে দাঁড়িয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, আজকের এই দিনে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জাতির পিতার প্রতি শ্রদ্ধা রেখে মাসব্যাপি কর্মসূচি হাতে নিয়েছি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপু বলেন, শোকের মাস আগস্ট মাস। এই মাসে আমরা আমাদের পিতাকে হারিয়েছি। আমরা গভীরভাবে শোকাহত।
বিডি-প্রতিদিন/মাহবুব