২ আগস্ট, ২০১৯ ১৬:৩৪

শাবিতে দেশের প্রথম ‘স্মার্ট ল্যাব অটোমেশন’ সার্ভিস চালু

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবিতে দেশের প্রথম ‘স্মার্ট ল্যাব অটোমেশন’ সার্ভিস চালু

দেশে প্রথম বারের মতো সেন্টার ফর রিসার্চ, টেস্টিং এন্ড কনসালটেন্সির (সিআরটিসি) ল্যাব ম্যানেজমেন্ট সিস্টেম ‘স্মার্ট ল্যাব অটোমেশন’ সেবা চালু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ। 

বিশ্ববিদ্যালয়ের সিইই সিআরটিসির সমন্বয়ক ড. মো. ইমরান কবির এ ব্যাপারে বলেন, ‘সিআরটিসি মূলত বাণিজ্যিকভাবে টেস্টিং এবং কনসালটেন্সি সুবিধা দিয়ে থাকে। এর মাধ্যমে পানি, বাতাস, মাটি ও ট্রান্সপোর্টেশনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে মান যাচাই করা হয়। এছাড়া সিমেন্ট, বালু, পাথরসহ বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী ও  রাস্তার বেজ নির্মাণের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা এই ল্যাবে করা হয়। 

শাবির সেন্ট্রাল সিআরটিসির পরিচালক অধ্যাপক ড. জহির বিন আলম বলেন, ‘সিআরটিসির পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট প্রদান ও কাজ মূলত অনলাইন ভিত্তিক। এর ফলে সেবায় নিয়োজিত বিশেষজ্ঞ ও  কর্মীদের যেমন সময় বাঁচে তেমনি গ্রাহকরাও বিভিন্ন ভাবে উপকৃত হয়।’  


বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর