রংপুরের কাউনিয়ার হারাগাছ সরকারি কলেজে সরকারি নিয়মে ভর্তি, বেতন ও পরীক্ষা ফি নেয়ার দাবিতে পরীক্ষা ও ক্লাশ বর্জন করেছে কলেজটির অর্নাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। একই দাবিতে তারা রবিবার দিনভর কলেজ ক্যাম্পাসে দফা দফায় বিক্ষোভ করেছে।
আন্দোলনরত ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সামসুল ইসলাম, কাওসার আলম, সিহাব, মেহেদী, সম্রাট ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফরিদ, বাংলা বিভাগের ফরিদসহ অনেক শিক্ষার্থী জানান, হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ কলেজটি সরকারি হওয়ার পরেও বেসরকারি নিয়মে ভর্তি বেতন ও পরীক্ষার ফিসহ অন্যান্য ফি নিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে কয়েকমাস ধরে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। কিন্তু অধ্যক্ষ তাদের শিক্ষার্থীদের কথা কোন কর্ণপাত না করে সরকারি কলেজে বেসরকারি নিয়ম চালু রেখেছেন। আমরা অবিলম্বে সরকারি প্রতিষ্ঠানে সরকারি নিয়মে ভর্তি, বেতন, পরীক্ষা ফি নেয়ার দাবি জানাচ্ছি।
অনেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, হারাগাছ কলেজে যারা অধ্যয়নরত তারা দরিদ্র, শ্রমিক ও কৃষক পরিবারের সন্তান। প্রতি মাসে ৫০০ টাকা করে বেতন দেয়ার ক্ষমতা তাদের নেই। কলেজটি সরকারি হয়েছে অথচ বেসরকারি নিয়মে চলছে। এটা মেনে নেয়া যায় না। অবিলম্বে সরকারি নিয়মে বেতনসহ সকল ফি নেয়ার দাবি জানান।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার জানান, কলেজটি সবেমাত্র সরকারি হয়েছে। তাই সরকারি নিয়ম চালু হতে একটু সময় লাগবে।
বিডি-প্রতিদিন/মাহবুব