কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীণবরণ উপলক্ষে ‘সাংবাদিকতায় পেশাগত সুরক্ষা: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ৫০১ নং রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।
বিভাগের সভাপতি মো. বেলাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সেমিনারে প্রধান আলোচক ছিলেন দৈনিক আমাদের অর্থনীতির প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুদা কামাল, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব