কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র ঈদুল আজহা এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ দিনের ছুটি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে। এ ছুটি চলবে আগামী ১৯ আগস্ট (সোমবার) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার হতে বিষয়টি জানা যায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ৬ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ১৮ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম যথারীতিতে শুরু হবে এবং একাডেমিক কার্যক্রম শুরু হবে আগামী ২০ আগস্ট থেকে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে জাতীয় শোক দিবস হওয়ায় আমরা ১৫ আগস্টই দিবসটি উদযাপন করবো। দিবসটি উদযাপনের জন্য অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামানকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দিবসটি উদযাপিত হবে।’
বিডি-প্রতিদিন/মাহবুব