আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। আজ মঙ্গলবার ( ৬ আগস্ট) থেকে আগামী ১৯ আগস্ট পর্যন্ত এ ছুটি চলবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৬ থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট ১৪ দিন বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ৭ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত মোট ১২ দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ ও খোলার সময় এখনও জানা যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক