পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ও এ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে শুরু হলো ‘পরিচ্ছন্ন বাংলাদেশ, পরিচ্ছন্নতার অঙ্গীকার’ শীর্ষক ক্যাম্পেইন। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের পক্ষে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল এই কর্মসূচির উদ্বোধন করেন।
ক্যাম্পেইনটি সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে ঢাকার ২৫টি, গোপালগঞ্জের দু’টি এবং চাঁদপুরের তিনটিসহ দেশের ৩০টি এলাকায় অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), ব্যানবেইসের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. ফসিউল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহ-সভাপতি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এছাড়াও ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর মুখ্য সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ তারেক এবং ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর পরিচ্ছন্নতা দূত চিত্রনায়ক রিয়াজ এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমানের শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত না থাকায় প্রতিমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি খন্দকার মুশফিকুর রহমান তার পক্ষে বক্তব্যপত্র পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে পরিচ্ছন্ন বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়িত হলে এ মাসেই ডেঙ্গু জ্বর আরো নিয়ন্ত্রণে আসবে। তবে কেবল স্কাউটরাই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়বে তা নয়, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দায়িত্ব সকলের। এ কাজে নেতৃত্ব দানের জন্য স্কাউট সদস্যদের অভিনন্দনও জানান প্রতিমন্ত্রী।
সভাপতির বক্তব্যে মো. শাহ্ আলম বলেন, বাংলাদেশ তখনই উন্নত হবে যখন আমরা স্ব স্ব অবস্থান থেকে পরিচ্ছন্নতা অবস্থা বজায় রাখতে পারবো। তিনি দেশব্যাপী এই ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
পরে স্কাউটের প্রায় পাঁচ শতাধিক সদস্য কয়েকটি দলে বিভক্ত হয়ে শাহবাগ, টিএসসি, নীলক্ষেতসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু করেন। ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় আছে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’।
বিডি প্রতিদিন/এ মজুমদার