Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৩৩

খালেদার মুক্তির দাবিতে রাঙামাটি তাঁতী দলের মানববন্ধন

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

খালেদার মুক্তির দাবিতে রাঙামাটি তাঁতী দলের মানববন্ধন

বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী তাঁতী দল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংগঠনটির উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় রাঙামটি জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম পনির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, জেলা তাঁতী দলের সভাপতি এম ডি আজম ও রাঙামাটি জাসাসের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীন প্রমুখ।

এ সময় অবিলম্বে খালাদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে দেশের সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারের কাছে জোর দাবি জানান সংগঠটির নেতারা।

বিডি-প্রতিদিন/মাহবুব


আপনার মন্তব্য