সাধারণ মানুষের তোপের মুখে নিহত আবরারের মায়ের সঙ্গে দেখা না করেই কুষ্টিয়া ছাড়লেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে পৌঁছান তিনি। সেখান থেকে কুমারখালী উপজেলায় রায়ডাঙ্গা গ্রামে যান বুয়েট ভিসি।
বুয়েট ভিসি সেখানে যাওয়ার খবরে আগে থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়। এসময় আবরারের বাড়ির পাশে ও কবরের আশেপাশের এলাকায় অসংখ্য র্যাব ও পুলিশ অবস্থান নেয়।
গত রবিবার রাত ৮টায় বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর তাকে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত