জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রীতিলতা হলে অবরুদ্ধ ছাত্রীরা হলের তালা ভেঙে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে বিশ্ববিদ্যালয় মুরাদ চত্তর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি সকাল ১১টায় ওই হলের সামনে গেলে ছাত্রীরা হলের গেইটের তালা ভেঙে মিছিলে অংশ নেন।
এসময় শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন। মিছিলে শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও রয়েছে। সেখানে 'এক দফা এক দাবি, ফারাজানা তুই কবে যাবি', 'যেই হাত ছাত্র মারে, সেই হাত ভেঙে দাও', 'আমার শিক্ষক আহত কেনো, প্রশাসন জবাব চাই', 'হল ভ্যাকেন্ট মানি না, মানবো না' ইত্যাদি স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
রসায়ন বিভাগের (৪৫ ব্যাচ) তাজরিন ইসলাম তন্বী বলেন, প্রশাসনের তালা ভেঙে জাবির মেয়েরা মিছিলে যোগ দিতে জানে। হল ভ্যাকেন্টের কোনো নির্দেশনা মানা হবে না। যতবার হলে তালা দেওয়া হবে আমরা ততবার তালা ভেঙে উপাচার্যের অপসারণের দাবিতে মাঠে নামবো।
বিডি প্রতিদিন/হিমেল