বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে ভর্তিচ্ছুকদের থাকার ব্যবস্থাসহ তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
বুধবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
তিন দফা দাবিগুলো হলো, ভর্তি পরীক্ষা চলাকালীন ভর্তিচ্ছুকদের হলে থাকার অনুমতি প্রদান, বিগত সময়ে ভর্তি জালিয়াতির সাথে জড়িত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা ও এই আন্দোলনের সাথে জড়িতদের হয়রানি বন্ধ করা।
এর আগে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্তরে মানববন্ধন সমাবেশ করে প্রশাসনিক ভবন ঘেরাও করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।
উল্লেখ্য, আগামী ১০ থেকে ১৪ নভেম্বর ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীরা অবস্থান করতে পারলেও কোন অতিথি বা ভর্তিচ্ছুক প্রবেশ করতে পারবেন না বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেন। তারই প্রতিবাদে কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন