জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে হামলাকারীদের বিচার ও ভিসির পদত্যাগের দাবিতে তারা আবারও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার ভিসির পদত্যাগের দাবিতে আয়োজিত সংহতি সমাবেশে একথা জানানো হয়।
সংহতি সমাবেশে আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন, কোনো শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষকরা আক্রমণ করেছেন এমন নজির নেই। গতকাল প্রক্টর ছিল। পুলিশ ছিল। শিক্ষকরাও ছিলেন। সকলের চোখের সামনে এই ঘটনা ঘটেছে। তারা নিরব ভূমিকা পালন করেছে। তারা উল্টো উস্কানি দিয়েছে। শিক্ষক সমতির সভাপতিও সেখানে ছিলো।
উপাচার্য নিরাপত্তার অজুহাত দিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। কিন্তু এই নিরাপত্তা হীনতা কে তৈরি করেছে? প্রশাসন করেছে। দুর্নীতিবাজ উপাচার্য ফারজানা করেছে। তাকে এই ক্যাম্পাসে কোনোভাবেই রাখা যাবে না। তাকে অপসারিত হতে হবে। বিশ্ববিদ্যালয়ের যে অধিকতর উন্নয়ন প্রকল্প চলছে সেই মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য হলেও তাকে সরে যেতে হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব