জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলন চলমান রেখেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার ২৪ ঘণ্টা পর অধিকাংশই সাধারণ শিক্ষার্থী হল ছেড়ে নিজ নিজ বাসস্থানে চলে গেছেন। এদিকে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরাও হল ছাড়তে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি নিজেও হল ছেড়ে চলে গেছেন।
তবে উপাচার্যের অপসারণের দাবিতে বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি জানান, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরাও ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির সভা শেষে কর্তৃপক্ষ সাড়ে ৩টার মধ্যে হল ছাড়ার সিদ্ধান্ত জানায়। এর আগে মঙ্গলবার উপাচার্যবিরোধী চলমান আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এদিন বিকেল সাড়ে ৫টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন