দুর্নীতির অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার রাত ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা এবং চলমান আন্দোলন দমাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল খালির ঘোষণাকে প্রত্যাখান করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে, প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলে সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে নিজ নিজ বাসস্থানে চলে গেছেন। কিন্তু আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান।
আন্দোলনের মুখপাত্র দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। এই স্বৈরাচারী, মামলাবাজ, দুর্নীতিবাজ উপাচার্যের অপসারণের পরই আন্দোলন স্থগিত করবো।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন