আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় বিক্ষোভ ও সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে প্রতিবাদী কনসার্টের ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনকারীরা।
বুধবার রাতে আন্দোলনের অন্যতম সংগঠক ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ৪৪ তম আবর্তনের শিক্ষার্থী মাহাথির মুহাম্মদ এ কর্মসূচির ঘোষণা করেন।
মাহাথির মুহাম্মদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় প্রশাসনিক ভবনে তালা মারা হবে। এরপর দুপুর ১২টায় বিক্ষোভ-মিছিল এবং সন্ধ্যা ৬টায় উপাচার্যের বাসভবনের সামনে কনসার্ট এর কর্মসূচি পালন করা হবে।
বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল খালির ঘোষণাকে প্রত্যাখান করে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের বাইরে অবস্থানরত কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে এসে সভা-সমাবেশ, মিছিল কিংবা কোনো অফিস বা আবাসিক এলাকায় অবস্থান করতে পারবে না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন