ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ ও ১৩ তম ব্যাচের নবীন বরণ ও সপ্তম ও অষ্টম ব্যাচের অগ্রায়ন সোমবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে সকাল ১১ টায় শুরু হবে।
বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. কাবেরী গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সাদেকা হালিম।
এ দিনে অন্যান্য আয়োজনের সাথে থাকছে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
উল্লেখ্য, অনুষ্ঠানে বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কারও বিতরণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন