বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ১৭ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে সাভারের এনাম মেডিকেল কলেজ।
বর্ণাঢ্য আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০ টায় এনাম মেডিকেল কলেজের নিজস্ব অডিটোরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এনাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আবদুল মান্নান শিকদারের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীনদের উদ্দেশে বলেন, তোমরা আজ নবীন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি আশা করি যে সুনাম নিয়ে তোমরা ভর্তি হয়েছো সেই সুনাম অক্ষুণ্ণ রাখবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন