২৬ জানুয়ারি, ২০২০ ০৮:৫৩

জাবির প্রাণিবিদ্যা বিভাগের সম্মাননা পেলেন বিশ্বজিৎ ভট্টাচার্য

অনলাইন ডেস্ক

জাবির প্রাণিবিদ্যা বিভাগের সম্মাননা পেলেন বিশ্বজিৎ ভট্টাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের ‘কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র ডিভিশনাল করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন। ২০১৯ সালে বাংলানিউজে প্রকাশিত পরিবেশ বিষয়ক শতাধিক প্রতিবেদন/ফিচার পর্যালোচনা করে অনলাইন ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

জাবি ক্যাম্পাসের জহির রায়হান মিলনায়তনে শনিবার পাখিমেলা-২০২০ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাপনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। 

সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এ সময় প্রিন্ট মিডিয়ায় দৈনিক প্রতিদিনের সংবাদের মো. তহিদুল ইসলাম ও ইলেকট্রনিক মিডিয়ায় মো. আব্দুল্লাহ আল ওয়াহিদের হাতেও সম্মাননা তুলে দেওয়া হয়। 

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন বলেন, পাখি, ফুল, বন্যপ্রাণীসহ প্রকৃতির প্রতি আমাদের সুস্থতার প্রতীক। ওরা ভালো না থাকলেই মানুষ ও সমাজ ভালো থাকবে না। কিন্তু ওরাই আজ সবচেয়ে বেশি বিপন্ন। তাই তাদের বিপন্নতার কথা বেশি বেশি বলে পাঠককে সচেতন করা দরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সম্মাননা আমাকে এসব কাজের প্রতি আরো অনুপ্রাণিত করবে।

বাপন বাংলানিউজের সিনিয়র ডিভিশনাল করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত। সিলেট বিভাগের হাওর, বাওড়, চা বাগান, বন-জঙ্গলের জীব-বৈচিত্র্য নিয়ে তার বহু কাজ রয়েছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর