মাত্র দুই দিনের ব্যবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরেকটি পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অনেকক্ষণ ধরে গাছপালা পুড়লেও এগিয়ে যায়নি কেউই।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ও বিজ্ঞান অনুষদের মধ্যবর্তী পাহাড়ে এই আগুন দেখা যায়। পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট কাজ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট কাজ করছে। আমরা সবাই ঘটনাস্থলে আছি। আশা করি কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যাবে।
প্রসঙ্গত, গত ১১ মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন পাহাড়ে আগুন দেখা যায়। সেখানেও ব্যাপক গাছপালা পুড়ে যায়। বাসস্থান হারায় অনেক প্রাণী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন