২৪ মে, ২০২০ ২৩:০২

করোনাকালে অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে 'সুকর্ম ফাউন্ডেশন'

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

করোনাকালে অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে 'সুকর্ম ফাউন্ডেশন'

করোনার কারণে আকস্মিক অর্থ সংকটে পড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিন্ন উপায়ে সহায়তার ব্যবস্থা করেছে ‘সুকর্ম ফাউন্ডেশন’। ‘সুচিন্তার প্রয়োগ ঘটুক সুকর্মে’ স্লোগানে এই সহায়তা দিচ্ছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।

গত ২৩ মে পর্যন্ত মোট ৮৫ জন শিক্ষার্থীর জন্য এক লাখ ৯৩ হাজার পাঁচশত টাকার বৃত্তির ব্যবস্থা করেছে সুকর্ম ফাউন্ডেশন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৭০ জন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাকিরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রকল্পের আওতায় প্রত্যেক শিক্ষার্থী গড়ে দুই হাজার টাকারও বেশি বৃত্তি প্রদান করা হয়েছে।  

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি এসএম রাকিব সিরাজী স্বেচ্ছাসেবী এই সংগঠনটির কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অনেক আত্মসম্মান নিয়ে চলে। সহজে কারও কাছে হাত পাততে পারে না। তাদের কাছে চাল-ডাল পাঠালেও তারা অসম্মানবোধ করতে পারে। এই ভাবনা থেকে তাদের জন্য ব্যতিক্রমী ব্যবস্থায় তথ্য অপ্রকাশিত রেখে এই উদ্যোগ গ্রহণ করা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর