ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৩তম উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্যের কার্যালয়ে উপ উপাচার্য অধ্যাপক ড শাহিনুর রহমান নব নিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে বরন করে নেন। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, কর্মকর্তা সমিতি, কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষে সহকারী পুলিশ সুপার, অফিসার্স এসোসিয়েশন, সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি, সাধারন কর্মচারী সমিতি, বিশ^বিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতি এবং ছাত্রলীগ ইবি শাখার নেতৃবৃন্দ উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিডি প্রতিদিন/হিমেল