ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের নতুন সভাপতি হিসেবে সহযোগী অধ্যাপক ড. মো. আনিছুর রহমান নিয়োগ পেয়েছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মো. আবুল কাওসারের মেয়াদ শেষ হওয়ার নতুন সভাপতি হিসেবে সহযোগী অধ্যাপক ড. মো. আনিছুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি বিশ্ববিদ্যারয়ের বিভিন্ন হলের হাউজ টিউটর, সহকারী প্রক্টর এবং ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করেছেন ড. আনিছুর রহমান।
বিডি প্রতিদিন/ফারজানা