দেশব্যাপী চলমান লাগামহীন নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও পদযাত্রা করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট ও জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা এসময় নানা ধর্ষণবিরোধী প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শনসহ ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ২য় গেটে (সেকেন্ড গেট) ধর্ষণবিরোধী বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করে। সেখানে কিছুসময় অবস্থানের পর তারা জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করে। পদযাত্রায় চন্দ্রিমা উদ্যানের সামনে পুলিশ শিক্ষার্থীদের সংসদ ভবনের দিকে যেতে বাঁধা দেয়।
এসময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে পুলিশের উপস্থিতিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনের সড়কে পদযাত্রা শেষে আরেক দফা মানববন্ধন করেন। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর