ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ও ইউজিসি অধ্যাপক ড. ফকরুল আলম-কে বিশ্ববিদ্যালয়ে নব প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’-এর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মঙ্গলবার তাকে এই নিয়োগ প্রদান করেন। অধ্যাপক ড. ফকরুল আলম আগামী তিন বছরের জন্য এই ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’-এর প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিডি প্রতিদিন/হিমেল