সিলেটের এমসি কলেজ, খাগড়াছড়ি, নোয়াখালীর বেগমগঞ্জ ও সর্বশেষে গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী যুবলীগ এবং ছাত্রলীগ কর্তৃক বর্বরোচিত ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম বলেন, ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির মাধ্যমে অর্জিত প্রিয় মাতৃভূমি আজ ধর্ষিত। ধর্ষণের বিরুদ্ধে ছাত্রদল জিরো টলারেন্সে রয়েছে। অনতিবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ছাত্রদল এদেশের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ।
এসময় জবি ছাত্রদলের পদপ্রত্যাশী মোসাব্বির মিল্লাত পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান রুমি, জবি ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নিবিড়, মাহামুদুল হাসান খান, সফিউল সারাফাত, রিফাত আরেফিন, আব্দুস সুকুর আইমানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক