ডা. মোহাম্মদ ইজাজুল হক শনিবার কুমিল্লা মেডিকেল কলেজের(কুমেক) উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। তিনি এই প্রতিষ্ঠানে সর্বশেষ হোস্টেল তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৩ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে এমডি (লিভার রোগ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জন হতে এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি লাভ করেন। দেশে- বিদেশের বিভিন্ন জার্নালে তার ২৫ টির অধিক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার গ্রামের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের জামবাড়ি গ্রামে।
বিডি প্রতিদিন/হিমেল