ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ২০২০-২১ সেশনের জন্য ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
এতে দৈনিক কালের কন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদি হাসান সভাপতি ও বাংলানিউজ২৪.কম-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাজ্জাদুল কবির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিক আব্দুল্লাহ অপু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদের আব্দুল্লাহ আল জোবায়ের, অর্থ সম্পাদক পদে দৈনিক আজকালের আবু সাঈদ ইসিয়াম, দপ্তর সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের ঈসমাঈল সোহেল, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মামুন তুষার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নাসিমুল হুদা ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাজহারুল ইসলাম রবিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই