ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নবনির্বাচিত নেতৃবৃন্দ। সোমবার বিকেলে নের্তৃবৃন্দ উপাচার্যের সাথে তার বাসভবনে সাক্ষাৎ করেন।
এর আগে, রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ডুজা কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট নতুন কমিটি ঘোষণা করেন। এতে দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদি হাসান সভাপতি ও বাংলানিউজ২৪.কম এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাজ্জাদুল কবির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিক আব্দুল্লাহ অপু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সংবাদের আব্দুল্লাহ আল জোবায়ের, অর্থ সম্পাদক পদে আজকালের আবু সাঈদ ইসিয়াম, দপ্তর সম্পাদক পদে নয়া দিগন্তের ঈসমাঈল সোহেল, কার্যনির্বাহী সদস্য পদে আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মামুন তুষার, বাংলাদেশ প্রতিদিনের নাসিমুল হুদা ও সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাজহারুল ইসলাম রবিন নির্বাচিত হয়েছেন।
সাক্ষাৎকালে উপাচার্য নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং অতীতের ধারাবাহিকতায় বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতা করার আহ্বান জানান। ডুজাকে বিশ্ববিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে উপাচার্য সংগঠনটিকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন ডুজার সদ্য সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আবির, সাবেক অর্থ সম্পাদক মনির হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা