শিরোনাম
২১ অক্টোবর, ২০২০ ১৩:৫৮

বাউবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাজীপুর প্রতিনিধি:

বাউবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গাজীপুরে মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম। 

এ সময় বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক সমিতির সভাপতি, অধ্যাপক ও পরিচালকগণ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে ক্যাম্পাসে প্রতিষ্ঠা বার্ষিকীর স্মারক বৃক্ষরোপণ করেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে অনুরুপ কর্মসূচী পালিত হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ডিসপ্লে বোর্ডে বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও প্রদর্শিত হয়। এছাড়া কোভিড-১৯ মহামারীতে জনসমাগম এড়িয়ে এক জুম আলোচনায় বিওজির সদস্যসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। সভায় উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকলকে শিক্ষাক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আহবান জানান। একই সাথে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য সকলের অংশগ্রহনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর