সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স এসোসিয়েশনের (এমইউ মুন) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৭ সদস্যবিশিষ্ট এই কমিটি চলতি বছর দায়িত্ব পালন করবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, ভার্চুয়াল সভার মাধ্যমে মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস কমিটি ঘোষণা করেন। কমিটিতে শাহবাজ নাসির সভাপতি ও মুর্শেদ আহমেদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। এ কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নতুন কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সামিরা সিদ্দিকা, মোহাম্মদ রিদওয়ান, নওশীন শর্মিলী খান, কোষাধ্যক্ষ মো. মারজান, সাংগঠনিক সম্পাদক ফাতেমা ইসলাম সুরভী, সহ-সাংগঠনিক সম্পাদক বুশরা সালাম ফাহিয়া, মুমিনুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাইজা আক্তার প্রমি, সাংস্কৃতিক সম্পাদক নূরনাহার ডেইজি রহমান জুই প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন