জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানকে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই নিয়োগ দেয়া হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. হারুন-অর-রশিদের মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।’
উল্লেখ্য, প্রফেসর ড. মো. মশিউর রহমান ৯ মে ২০১৭ তারিখ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর