বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু’র শততম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে প্রশাসন চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় স্কুল বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
আলোচনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানসূচির মধ্যে আরো ছিল বঙ্গবন্ধু’র জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন, ‘শতবর্ষে বঙ্গবন্ধু’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া, বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে অনলাইনে বঙ্গবন্ধু’র কৃষি দর্শন ও একুশ শতকের বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতা। জন্মদিনের অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে আগামী ২০ মার্চ রাত ৮টায় আলোচনা সভা (ভার্চুয়াল) অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/হিমেল