স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে সৎ, সাহসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে তরুণদের প্রতি আহবান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক ভার্চুয়াল আলোচনা সভায় এই আহবান জানান তিনি।
উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে তিনি আজীবন কাজ করে গেছেন। তার জন্ম হয়েছিল বলেই আমরা একটি স্বাধীন জাতি-রাষ্ট্র লাভ করেছি। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গবেষণার উপর গুরুত্বারোপ করেন।
সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, একজন মানুষ কতটা সাহসী, সৎ, কতটা কর্মনিষ্ঠার মধ্য দিয়ে বড় হবে, সেই শিক্ষা বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়লেই জানা যায়। এটা এমন একটি মহাকাব্যিক আত্মজীবনী, যা পাঠ করলে কি রাজনীতি, কি সংস্কৃতি, কি সমাজনীতি, সবকিছু জানা যায়।
আলোচনা সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াসহ অফিসার্স এসোসিয়েশন ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।
পরে বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যদের নিয়ে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
বিডি প্রতিদিন/ফারজানা