‘সাহিত্যে সমকাল, সমকালের সাহিত্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘নিরিখ তৃতীয় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’ অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১২ নভেম্বর। সম্মেলন উপলক্ষে বিভিন্ন বিষয়ে প্রবন্ধ-নিবন্ধ আহ্বান করা হয়েছে।
সম্মেলনে অংশ নিতে প্রবন্ধ-নিবন্ধের সারসংক্ষেপ পাঠানোর শেষ সময় আগামী ১৮ মে নির্ধারণ করা হয়েছে। এবং ১৮ জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে পাঠাতে হবে। পূর্ণাঙ্গ প্রবন্ধপত্র গ্রহণের পরই চূড়ান্ত আমন্ত্রণপত্র পাঠানো হবে।
বৃহস্পতিবার এসব তথ্য জানান নিরিখ সম্পাদক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী।
অনুষ্ঠিতব্য সম্মেলনে পাঠানো প্রবন্ধের বিষয় হতে পারে বর্তমান সময়ে আলোচিত বা লিখিত বিষয় যা সৃজনশীল লেখকেরা লিখে চলেছেন, সেই বিষয়বস্তু বা ধরন। করোনা অতিমারি, উদ্বাস্তু জীবন, মাইগ্রেশন, অভিবাসী সাহিত্য বা ডায়াসপোরা সাহিত্য, আন্তর্জাতিক মাধ্যমে সাহিত্য, এসব বিষয়ে মানবজীবনের বর্তমান বাস্তবতা কীভাবে ধরা পড়ছে তা নিয়েও প্রবন্ধ হতে পারে। এমনকি সমকালের জীবনের বৈশ্বিক নানা প্রপঞ্চ নিয়েও প্রবন্ধ লেখা যেতে পারে। তবে তা হতে হবে বিশ্লেষণাত্মক।
নিরিখ সম্মেলনে পৃথিবীর যেকোনো প্রান্তের সাহিত্য-শিল্প বিষয়ে প্রবন্ধ-নিবন্ধ পাঠানো যাবে। এক্ষেত্রে ব্যক্তি, প্রবণতা, সাহিত্য-আন্দোলন বিষয় হতে পারে। পাশাপাশি বাঙালির বাইরে আদিবাসীদের ভাষায় সমকালে রচিত সাহিত্য নিয়েও (যেমন, চাকমা, আচেক, উর্দু, ককবরক ইত্যাদি) প্রবন্ধ পাঠানো যাবে।
অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী বলেন, ‘আমরা চাই সমকালটাকে ধরতে। এ কালটা কেমন করে সাহিত্যিকদের চোখে ধরা পড়ছে, কালের বৈশিষ্ট্যটা আদতে কী; কবিতা-গল্প-উপন্যাস-নাটকসহ শিল্পকলার অন্য মাধ্যমগুলোতেও তার মূল্যায়ন আমরা দেখতে চাই। আমরা মনে করি, একজন লেখক তার জীবদ্দশায় পাঠক-প্রতিক্রিয়া পেলে চলার পথটা দিকনির্দেশনামূলক হতে পারে। এসব বিবেচনা থেকে এবারের সাহিত্য সম্মেলনের বিষয় ‘সমকালের সাহিত্য, সাহিত্যে সমকাল’ বেছে নেয়া হয়েছে।’
সম্মেলনে অংশগ্রহণের জন্য দুই হাজার টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। যা সম্মেলনে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশনের সময় প্রদান করা যাবে।
প্রসঙ্গত, প্রায় দশ বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত প্রকাশ হয় শিল্প ও সমাজ বিষয়ক সাময়িকী ‘নিরিখ’। যা বাংলা সাহিত্য, শিল্প, সমাজ, সিনেমা, অনুবাদ, সাহিত্য-শিল্প সমালোচনাসহ নানা বিষয় নিয়ে কাজ করে আসছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ