সাভারে ভয়াভহ আগুনে পুরে গেছে একটি শ্রমিক কলোনীর বেশ কয়েকটি ঘর। কয়েক বছরের জমানোকৃত টাকা ও আসবাবপত্র পুরে ছাই হয়ে যাওয়ায় শ্রমিকরা নিঃস্ব হয়ে পড়েছে।
গতকাল রবিবার (২৮ মার্চ) গভীর রাতে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লার শাহ আলম মিয়ার বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। পুরে যাওয়া ঘরের শ্রমিকরা রাত কাটিয়েছে খোলা আকাশের নিচে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, গভীর রাতে ওই বাড়িতে একটি কক্ষে আগুন লাগে। এসময় আগুনের তীব্রতা বেশি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি ঘর পুরে যায়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচ আহত হয়।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, কী ভাবে ওই বাড়িতে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত