রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমি এলাকার সেই পুকুর থেকে আরও ২টি মর্টার শেল ও ১টি রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকার পুকুরে মর্টার সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে পাশেই নিরাপত্তায় নিয়োজিত পুলিশকে খবর দেয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক কর্মচারী।
পরবর্তীতে খবর পেয়ে কাজলা ফাঁড়ি পুলিশ এসে ওই স্থান থেকে দুটি মর্টার শেল ও একটি রকেট লাঞ্চার উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছে মতিহার থানার উপ-পরিদর্শক ইমরান হাসান।
এর আগে, গত ২৭ এপ্রিল, একই স্থান থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছিল র্যাব-৫ এর একটি দল। পরবর্তীতে এর পরদিন সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দল এসে শেলটি নিস্ক্রিয় করে। এদিন র্যাব জানায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বধ্যভূমির পাশেই শহীদ শামসুজ্জোহা হলে পাক হানাদারদের ক্যাম্প ছিলো। মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ের বলে তাদের ধারণা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির