শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী মো. গিয়াস উদ্দিন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রবিবার দুপুরে তিনি মারা যান বলে জানান অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাসমির রেজা।
এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছে অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক কাসমির রেজা।
প্রসঙ্গত, অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মো. গিয়াস উদ্দিন দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ