চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কাটাপাহাড় এলাকায় প্রধান সড়কে পাহাড় ধসে পড়েছে। এতে কেউ হতাহত না হলেও বিদ্যুতের কয়েকটি পিলার উপড়ে পড়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
চবির প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, কয়েকদিনের ভারী বর্ষণের ফলে মাটি নরম হয়ে পাহাড়ের কিছু অংশ ধসে পড়েছে। এতে বিদ্যুতের তিনটি খুঁটি ভেঙে গেছে এবং দুটি খুঁটি উপড়ে পড়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ