শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ’র (আইইউবি) ভূমিকা শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) এই ওয়েবিনারের আয়োজন করেন আইইউবি’র অ্যাডমিশন অ্যান্ড ফিন্যান্সিয়াল অফিস।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইইউবি’র সিএসই বিভাগের প্রধান ড. মাহাদী হাসান, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনস অফিসের পরিচালক মোহাম্মদ নাইমুজ্জামান, অ্যাডমিশন অ্যান্ড ফিন্যান্সিয়াল অফিসের প্রধান ও উপ-পরিচালক লিমা চৌধুরী, দারাজ বাংলাদেশ’র (আলিবাবা গ্রুপ) ম্যানেজার (প্রোগ্রাম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন) ও আইইউবি’র সাবেক শিক্ষার্থী আমিনুর রশিদ, মিস বাংলাদেশ ২০১৮ ও আইইউবি’র বর্তমান শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ঐশী।
আইইউবি’র সিএসই বিভাগের প্রধান ড. মাহাদী হাসান শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেটওয়ার্কিং, ক্লাব অ্যাক্টিভিটির গুরুত্ব তুলে ধরেন।
আইইউবির ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনস অফিসের পরিচালক মোহাম্মদ নাইমুজ্জামান বলেন, আইইউবি’র একজন শিক্ষার্থী যখন পড়াশুনার পাশাপাশি সিজিপি নিয়ে বের হচ্ছে, তখন সে এমন একটা পর্যায়ে যাচ্ছে যেখানে অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অনেক এগিয়ে থাকে।
আইইউবি’র অ্যাডমিশন অ্যান্ড ফিন্যান্সিয়াল অফিসের প্রধান ও উপ-পরিচালক লিমা চৌধুরী করোনাকালে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি অর্জনে আইইউবি’র নেওয়া নানাবিধ পদক্ষেপের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। করোনার সময়ে শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে আইইউবি ফিনান্সিয়াল এইড অফিস কীভাবে সহায়তা করেছে সে বিষয়েও আলোকপাত করেন।
লিডারশিপ স্কিল ও কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা বর্তমান চাকরির বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন দারাজ বাংলাদেশ ‘র (আলিবাবা গ্রুপ)- ম্যানেজার (প্রোগ্রাম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন) ও আইইউবি’র সাবেক শিক্ষার্থী আমিনুর রশিদ।
আলোচনায় অংশ নেন মিস বাংলাদেশ ২০১৮ ও আইউবি’র বর্তমান শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ঐশী। করোনাকালে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ক্লাস পরীক্ষার ব্যস্ততার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আইইউবি’র ক্লাব অ্যাক্টিভিটিসহ বিভিন্ন পদক্ষেপের কথা তিনি তুলে ধরেন।
প্রশ্নোত্তর পর্বে বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ওয়েবিনার পরিচালনা করেন আইইউবি’র অ্যাডমিশন অ্যান্ড ফিন্যান্সিয়াল এইডের সহকারী পরিচালক প্রিয়াঙ্কা দে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত