স্বাস্থ্যবিধি মেনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষের পরীক্ষা সশরীরে শুরু হয়েছে। রবিবার ৬টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ।
সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্ব-স্ব বিভাগের কক্ষে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি সভায় আজ (রবিবার) থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়।
সেই নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আল হাদিস এন্ড ইসলামী স্টাডিজ বিভাগে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা উপলক্ষে বেলা ১১টায় কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।
বিশ্ববিদ্যালয়ে এসে সশরীরে পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়্যা বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে। আগামীতেও সেই ধারা কঠোরভাবে অব্যাহত রাখা হবে।’
বিডি প্রতিদিন/আরাফাত