আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার দিনব্যাপী ভিন্ন ভিন্ন কর্মসূচির মাধ্যমে এ জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পেছনে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির প্রথমদিনে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫টি বৃক্ষরোপণ করা হয়।
এসময় অনলাইন প্লাটফর্ম জুমে যুক্ত ছিলেন ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের দৌহিত্রী ও সংসদ সদস্য আরমা দত্ত। সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালনের জন্য তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ২ হাজার ৫০০টি চারাগাছ উপহার দেন।
উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রীই নন, আজ তিনি বিশ্বনেত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন। তার সফল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়কে ২ হাজার ৫০০ চারা উপহার দেওয়ায় সংসদ সদস্য আরমা দত্তকে ধন্যবাদ জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডীন, আবাসিক হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ শাখা ছাত্রলীগের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির